দর্শনায় হরিজন সম্প্রদায়ের জমকালো আয়োজনে গনেশ পূজা অনুষ্ঠিত

দর্শনা অফিস

দর্শনায় হরিজন সম্প্রদায়ের জমকালো আয়োজনে গনেশ পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাপক জাকজমক পুর্ণ আয়োজনের মধ্যে দিয়ে  দর্শনা হরিজন সম্প্রদায়ের এই প্রথম গনেশপুজার আয়োজন করা হয়েছে। দর্শনাসহ আস পাশের সোনাতন ধর্মাবলম্বী নারী পুরুষেরা পুজাটি দেখতে বেশ ভিড় করতে দেখা গেছে। পূজা উপলক্ষে দুপুরে স্থানীয় আমতলা হরিজন সম্প্রদায়ের বাসিন্দারা দুর্গা মন্দিরে ফুল বাতাসা বিতরন, শাখ ঢাক বাশি কাশি বাজিয়ে এবং উলুধ্বনি ও পুজা অর্চনার মধ্যে দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়।

প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পুজা উদযাপন কমিটির সদস্য সচিব শ্রী উত্তম রন্জন দেবনাথসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। দর্শনা হরিজন সম্প্রদায়ের দুর্গামন্দিরের সভাপতি শ্রী রতন বাঁশফোড় ও সাধারন সম্পাদক শ্রী রামু বাঁশফোড় জানান উদ্দক্তা শ্রী শান্ত বাশফোড় ও বাপ্পি চক্রবর্তিসহ এলাকার অন্যান্যদের সার্বিক আয়োজনে এই প্রথম আড়াইদিন ব্যাপি অক্ষর বুদ্ধি ও জ্ঞ্যানের দেবতা রুপে গনেশপুজার আয়োজন করা হয়। তাদের নিজস্ব মন্দিরে জমকালো আয়োজনটি দেখতে দর্শনা ও আসপাশের সোনাতন ধর্মাবলম্বীরা হরিজন সম্প্রদায়ের মন্দিরে এসে ভিড় জমাতে দেখা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *