আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় দু’জনকে হাতেনাতে গ্রেফতার করা হলেও আরও একজন আসামি পালিয়ে যায়। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে ডাউকি ইউনিয়নের মাজু গ্রাম থেকে দু’জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়া জেলার ইবি থানার দক্ষিণ মাগুড়া (পচা মাগুড়া) গ্রামের সেহের আলীর ছেলে নাজমুল (৩৫) এবং মৃত সুন্নত আলীর ছেলে মতিয়ার (৩৬)। তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
তবে একই মামলার আরও এক আসামি, মাজু গ্রামের মৃত খুদুর ছেলে হেলাল (৩৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-৩২, তারিখ-২৭/০৮/২০২৫) দায়ের করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান পিপিএম বলেন, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।