মেহেরপুন অফিস
আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন সমর্থিত নেতাকর্মীদের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক উপ-দপ্তর সম্পাদক শাহিনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বুলবুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মুকুল হোসেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন, রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম এবং তেঁতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ জোহাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে সফলভাবে উদযাপন করতে গাংনী উপজেলার সকল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে একইসঙ্গে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে শক্তিশালী করতে সবাইকে সক্রিয় থাকার আহবান জানান তিনি।