জীবননগর অফিস
জীবননগরে ৯ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে জীবননগর পৌর শহরে থানা মোড় থেকে ৯ বোতল ফেনসিডিল, পালসার মোটরসাইকেলসহ ৩জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের মৃত মজিদ মন্ডলের পুত্র ও সাত নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মাহাবুল হোসেন (৩৬), আইয়ুব আলীর পুত্র মইরদ্দি(৩৭) ও রিকাত আলীর ছেলে ইসরাফিলের ( ৫২)।
জানা যায়, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেনের নেতৃত্বে এস আই রাসেল, এএসআই জসিম ও সঙ্গীও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌরশহরের থানা মোড়ে মাদক বিরোধী অভিযান চালায়। আর এই অভিযানে মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯ বোতল ফেনসিডিল, একটি পালসার মোটরসাইকেলসহ তাদেরকে আটক করা হয়।
আর এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর শহরের থানা মোড়ে মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করা হয়। আর এই অভিযানে ৯ বোতল ফেনসিডিল, একটি পালসার মোটরসাইকেলসহ ৩জনকে আটক করা হয় । আটককৃত ব্যক্তিদের জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।