আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন জামায়াতে ইসলামী প্রচার, মিডিয়া ও আইটি বিভাগের উদ্যোগে এক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় কুমারী বাজারে ইউনিয়ন জামায়াত কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশে আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের প্রচার বিভাগের সভাপতি আনারুল ইসলাম। কুরআন তেলাওয়াত করেন সহকারী সেক্রেটারি লাহাউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের প্রচার বিভাগের সভাপতি আমান উদ্দীন। তিনি বলেন, “প্রচার বিভাগের মাধ্যমে আমাদের দ্বীনি কার্যক্রম ও সমাজের ইতিবাচক দিকগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন জামায়াতের আমির আলেমে দ্বীন মাওলানা আবু বকর সিদ্দিক।