আলমডাঙ্গার পাঁচলিয়ায় গণসংযোগকালে জামায়াত প্রার্থী মাসুদ পারভেজ

স্টাফ রিপোর্টার

আলমডাঙ্গা  উপজেলার ডাউকি, জামজামি ইউনিয়নের বিল পাঁচলিয়া, মাঠ পাঁচলিয়া, হাট পাঁচলিয়া,বানিনাথপুর, টেক পাঁচলিয়া, চরপাড়া, বেগুয়ারখালি গ্রামে গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় ইউনিয়ন জামায়াত আয়োজিত এ গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মাসুদ পারভেজ বলেন, স্বাধীনতার ৫৩ বছর পার হলেও দেশের মানুষ এখনো সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা পায়নি। দেশের সম্পদ লুট করে বিদেশে বেগমপাড়া তৈরি করা হয়েছে। অথচ আমাদের পর স্বাধীন হওয়া অনেক দেশ উন্নতির শিখরে পৌঁছেছে। দুর্নীতি আর লুটপাটের কারণেই আমরা পিছিয়ে আছি।

তিনি আরও বলেন, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, ভাতের অধিকার নিশ্চিত করতে চাই। এলাকায় উন্নয়ন আনতে চাই, বেকার সমস্যার সমাধান করতে চাই। ২৪ জুলাইয়ের বিপ্লব ও গণ-অভ্যুত্থানের চেতনা ছিল দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়ার। যদি এখনো কেউ রাস্তা মেরে খায়, মসজিদ মেরে খায়, কালভার্ট মেরে খায় কিংবা চাঁদাবাজি করে খায় তবে এটা সেই চেতনার সাথে যায় না। যতদিন ২৪ জুলাই থাকবে, দুর্নীতি আর চাঁদাবাজির ঠাঁই এ মাটিতে হবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইন বিষযক সম্পাদক দারুসসালাম, জামায়াতের আলমডাঙ্গা উপজেলা আমীর শফিউল আলম বকুল, সেক্রেটারী মামুন রেজা, উপজেলা নায়েবে আমীর ইউসুফ মাস্টার আলহাজ  শ্রমিক কল্যাণ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ডাউকী ইউনিয়ন আমীর সজিবুর রহমান, জামজামী ইউনিয়ন আমীর ফজলুর রহমান, ইসলামী  ছাত্রশিবিরের সাবেক সভাপতি শরীফুল ইসলাম ও আব্দুস সালাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *