স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়ন ও ঘোলদাড়ি ইউনিয়নের বিভিন্ন সরকারী অফিস পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম। গতকাল সোমবার দিনব্যাপী তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। দিনের শুরুতে তিনি আলমডাঙ্গা উপজেলাধীন আইলহাঁস ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি যৌন হয়রানি (ইভটিজিং) প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ রোধ, জঙ্গিবাদ ও ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন, আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, ডেঙ্গু প্রতিরোধ এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক ২০২৫-২০২৬ চক্রের মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ভিডব্লিউবি উপকারভোগীদের মধ্যে কার্ড ও চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক আইলহাঁস ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন এবং সেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি ডিজিটাল সেবার মানোন্নয়ন ও সাধারণ জনগণের সহজলভ্য সেবা নিশ্চিতকরণের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এরপর তিনি ঘোলদাড়ী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এর আগে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ চত্বরে পৌছুলে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। পরিদর্শনকালে ভূমি সেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে তিনি সেবা গ্রহণকারীদের সন্তুষ্টি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।