জীবননগর অফিস
জীবননগর স্টেডিয়াম মাঠে জলবদ্ধতায় বেহাল অবস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে জীবননগর উপজেলা ক্রিয়া অনুরাগী মহলের আয়োজনে থানা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জীবননগর স্টেডিয়াম একটি একটি গৌরব উজ্জ্বল খেলার মাঠ। এই মাঠেই খেলাধুলা করে জীবননগরের অনেক নামিদামি খেলোয়াড়রা বাংলাদেশে সুনাম কুড়িয়েছেন। কিন্তু দুঃখের বিষয় সামান্য বৃষ্টিতে স্টেডিয়াম মাঠে হাঁটু পানি জমে যায়। পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় এখানে দীর্ঘদিন ধরে পানি জমে থাকে। যার ফলশ্রুতিতে খেলোয়াড়রা খেলাধুলা থেকে বঞ্চিত হওয়া সহ অনেকেই মাদকের সাথে জড়িয়ে পড়ছে। এদিকে স্টেডিয়ামের পাশ দিয়ে একটি ড্রেন নির্মিত হলেও বাস্তবিক দিক থেকে সেটি একটি অসম্পূর্ণ ড্রেন। কারণ ড্রেনটি স্টেডিয়াম থেকে সামান্য কিছুদূর যেয়ে শেষ হয় অর্থাৎ নদী বা খালের সাথে সংযোগ ছাড়াই ড্রেনের কার্যক্রম কাজ শেষ হয়। যার ফলে ড্রেনের পানি সামনের দিকে না যেয়ে স্টেডিয়াম মাঠ নিচু হওয়ার কারণে সকল পানি স্টেডিয়ামে চলে আসে। যার ফলে সৃষ্টি হয় দীর্ঘ সময়ের জলবদ্ধতা।
এছাড়াও এখানকার ক্রিয়া সংস্থা ভবনের অবস্থা আরো খারাপ। খাবার পানি, বিদ্যুৎ এমনকি টয়লেটের সুব্যবস্থা না থাকায় এখানকার খেলোয়ারদের পড়তে হয় নানা ধরনের বিড়ম্বনায়। এ সময় তারা আরো বলেন আমরা প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার জন্য স্টেডিয়াম মাঠের সমস্যা বিবেচনা করে মাঠের সংস্কার সহ ক্রিয়া সংস্থা ভবন উন্নয়নের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এটা আমাদের প্রত্যাশা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জীবননগর আলোকিত ফুটবল একাডেমির সভাপতি কাজী মামুনুজ্জামান আদুন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম তারেক, ক্রিয়া অনুরাগী ইকবাল হোসেন, হেলাল উদ্দিন, কাজী রাজু, মমিনউদ্দিন, চাঁদ, জাহাঙ্গীর আলম, আবু সাঈদসহ আলোকিত ফুটবল একাডেমির সকল খেলোয়াড় বৃন্দ।