জামজামি ইউনিয়ন জামায়াতের প্রচার বিভাগের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়ন জামায়াতে ইসলামী’র প্রচার বিভাগের উদ্যোগে এক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমাবার সাড়ে ৫টায় ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জামজামি ইউনিয়ন প্রচার বিভাগের সদ্য মনোনীত সভাপতি নাসির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের প্রচার বিভাগের সভাপতি আমান উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সাংগঠনিক কর্মসূচি ও কার্যক্রমগুলোকে আরও সুসংহতভাবে জনসমক্ষে উপস্থাপন করতে হবে। এজন্য প্রিন্টিং ও অনলাইন মিডিয়ার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রতিটি কর্মীকে তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে। তিনি আরও বলেন, আমরা যার যার দক্ষতা অনুযায়ী দায়িত্ব্ পালন করব—এটাই আমাদের সাংগঠনিক শক্তির মূল ভিত্তি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন জামায়াতের আমীর ফজলুল হক এবং বেলগাছি ইউনিয়নের প্রচার বিভাগের সভাপতি আব্দুল জব্বার। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশের শেষ পর্যায়ে জামজামি ইউনিয়ন প্রচার বিভাগের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি নাসির উদ্দিন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সেক্রেটারি এনামুল হক, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুম শাহ, সদস্য শরিফুল ইসলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *