তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়নে বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন নির্বাচন আগামী ২৮ আগষ্ট অনুষ্ঠিত হবে। ২০০৫ ইং সালে স্থাপিত হওয়ার পর থেকে প্রথম বারের মত ম্যানেজিং কমিটি গঠনে নির্বাচন হতে যাচ্ছে চুয়াডাঙ্গার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বড়সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে।
আগামী ২৮ আগষ্ট নির্বাচনের দিন ধার্য করেছে কলেজ কতৃপক্ষ। সরকারি সকল নীতিমালার মধ্য দিয়ে অবিভাবক সদস্য পদে দুটি প্যানেল ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছে। এরই ধারাবাহিকতায় ভোটারদের কাছে ছুটছে দুটি প্যানেলের সদস্যরা। ইতিমধ্যে দুটি প্যানেলের নিজেদের পছন্দের প্রতীক বরাদ্দ হয়েছে। তবে দুটি প্যানেল রাজনৈতিক দুটি দলের সমার্থকেরা পরিচালনা করছে বলে জানাগেছে।
প্যানেলে বিএনপি সমর্থক কামরুজ্জামান -জাহান আলী- খালিদ প্যানেলে ছাতা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বে জাহান আলী, বাইসাইকেল মার্কায় কামরুজ্জামান (মিটন) ও মাছ মার্কায় খালিদ হোসেন ও জামায়াত সমর্থক শাহাবুল- ইকরামুল – ফারুক পরিষদ প্যানেলের হরিণ মার্কায় শাহাবুল,আম মার্কায় ইকরামুল ও গোলাপ ফুল মার্কায় ফারুক হোসেন নির্বাচনে অংশ গ্রহন করবে।
এবিষয়ে বড়সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন অত্র কলেজের গভর্নিং বডি গঠনের লক্ষে তিনজন অবিভাবক সদস্য পদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। উক্ত নির্বাচনী তফসিল অনুযায়ী অবিভাবক পদে ৬ জন প্রার্থীগণ অধ্যক্ষ ও রিটার্নিং অফিসারের কাছ থেকে ৩ আগষ্ট ১০ আগষ্ট মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন।উক্ত মনোনয়ন পত্র সমূহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠনের ধারা ৯/১০ অনুযায়ী অনুযায়ী যাচাই বাছাই কমিটি গত ১২ই আগষ্ট সম্পন্ন করেন এবং ঐ তারিখেই ৬ জনের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেন। এবং ১৯ আগষ্ট ৬ জন প্রার্থীর প্রতীক ঘোষণা করেন। এসময় প্রিজাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বড়সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ মাহবুবুর রশীদ, অত্র প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য আসকার আলী, অত্র কলেজের অধ্যক্ষ ও রিটার্নিং কর্মকর্তা আব্দুস সাত্তার।
নির্বাচনে ২৮৬ জন অবিভাবক ভোটার নিয়ে ইতিমধ্যে ভোটারদের কাছে ছুটে চলেছেন দুই প্যানেলের ৬ জন অবিভাবক সদস্য প্রার্থী। সুষ্ঠ অবাদ নিরেপক্ষ নির্বাচন উৎসবমুখর পরিবেশে হোক এটাই আশা করছেন এলাকাবাসী।