দর্শনা অফিস
দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে খুলনা- ঢাকাগামী ৭২৫ নম্বর সুন্দরবন এক্সপ্রেস আপ ট্রেনের যাত্রাবিরতি অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল রবিবার বাংলাদেশ রেলওয়ের মহা-পরিচালকের মতামতের ভিত্তিতে রেল মন্ত্রণালয়ের জারি করা এক চিঠিতে জানানো হয়, দর্শনা হল্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ২ (দুই) মিনিট যাত্রাবিরতি দেবে। এ সিদ্ধান্ত কার্যকর হলে খুলনা থেকে ঢাকাগামী যাত্রীদের পাশাপাশি দর্শনা অঞ্চলের হাজারো যাত্রী যাতায়াতে সুবিধা পাবেন।
উল্লেখ্য, ২৪ আগস্ট ২০২৫ তারিখে প্রেরিত এ সংক্রান্ত পত্রে বলা হয়, দর্শনা স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে।