স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়ায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রয়ের অপরাধে এক দোকানীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
সহকারী পরিচালক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আকন্দবাড়িয়া বাজারে মুদি দোকান ও সার-বীজ দোকান তদারকি করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বেশি দামে সার বিক্রয়ের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৪০ ধারা অনুসারে মেসার্স কামরুল ট্রেডার্সকে ১ লক্ষ জরিমানা করা হয়। মেসার্স কামরুল ট্রেডার্স টিএসপি সার ১ হাজার ৩ শত ৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৮ শত ৫০ টাকা, টিএসপি (বাংলা) ১ হাজার ৩ শত ৫০ টাকার পরিবর্তে ২ হাজার ৩ শত টাকায় বিক্রয় করছিলো। সেখান থেকে ৮ বস্তা বাংলা টিএসপি নকল সন্দেহে জব্দ করা হয়। সেগুলো পরীক্ষার জন্য সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে টেস্ট করার জন্য পাঠানো হবে। টেস্ট রিপোর্ট পেলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এ সময় সকল প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করেন। অভিযানের সময় ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।