চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় গণসংযোগকালে অ্যাড. রাসেল

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় গণসংযোগ করেছে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর হাসপাতালের প্রধান গেটের সামনে থেকে এই গণসংযোগ শুরু করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকারের একটি। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে চিকিৎসা ব্যবস্থার উন্নতি সাধন করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন  চুয়াডাঙ্গা জেলা প্রচার বিভাগের সেক্রেটারি, হুমায়ুন কবীর, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আসিক শফি ও আনোয়ার হোসেন, সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, পৌর কর্মপরি ষদ সদস্য সদস্য হাফেজ ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবির, চুয়াডাঙ্গা পৌর সভাপতি রাব্বি হাসান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ সভাপতি পারভেজ আলমসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *