মেহেরপুরে সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মেহেরপুর অফিস

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত থেকে ইকবাল হোসেন (৩৮) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। গতকাল বৃহম্পতিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনস্থ কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩২/১৫-আর এর নিকট থেকে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ। ইকবাল হোসেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের জারাবাত হোসেনের ছেলে।

জানা গেছে, ইকবাল বৃহস্পতিবার দুপুরে কুতুবপুর মাঠে ঘাস যায়। ঘাস কাটার সময় সীমান্ত পিলার ১৩২/১৫-আর এর শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ৫৬ ব্যাটালিয়ন বিএসএফ এর তেইনপুর ক্যাম্পের সদস্যরা আটক করা হয়। ইকবাল হোসেন বর্তমানে বিএসএফ হাতিশালা ক্যাম্পের হেফাজতে রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ইকবালকে ফেরত আনার ব্যাপারে কাথুলী কোম্পানী কমান্ডার কর্তৃক ৫৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর রাউথবাড়ী কোম্পানী কমান্ডারের সাথে যোগাযোগ করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত প্রদান করা হবে বলে বিএসএফ এর পক্ষ হতে জানানো হয়েছে। বর্তমানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ইকবালকে ফেরত আনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *