স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমীন। গতকাল বৃহস্পতিবার বিকালে গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেন তিনি।
পথসভায় তিনি বলেন, আমরা একটি কল্যাণমূলক সমাজ কায়েম করতে চায়। আমাদের বার্তা স্পষ্ট, আমরা জাতির জন্য দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে চাই। আমাদের উদ্দেশ্য নিজেদের বড়ত্ব প্রকাশ করার জন্য নয় বরং আমাদের উদ্দেশ্য এই জাতি পূর্ণগঠনের জন্য কাজ করতে চাই। মানবতার কল্যান সাধন করে ক্ষুধার্ত মানুষের মুখে আহার দিয়ে, ঘরহীন মানুষের ঘর দিয়ে, চিকিৎসাহীন মানুষের চিকিৎসা দিয়ে, বেকার সমস্যার সমাধান করে, অবকাঠামোগত উন্নয়ন করে এবং সমাজ থেকে দূর্নীতি, চুরি, ডাকাতি, ঘুষ, চাঁদাবাজী এবং সন্ত্রাসী বন্ধ করে আমরা সোনার বাংলাদেশ বানাতে চায় এই দেশটাকে ভালো করার জন্য আপনারা একবারের জন্য হলে জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লায় ভোট দিবেন। আল্লাহর আইন এবং ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এই দেশটাকে সোনার বাংলায় পরিনত করব ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, জামায়াতের জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ, দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির রেজাউল করিম ও কর্মপরিশদের সদস্য খাইরুল ইসলাম, গড়াইটুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ইউনুস আলী, গড়াইটুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মশিউর রহমান, শ্রমজীবি ইউনিটের সেক্রেটারি আবুল কালামসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।