চুয়াডাঙ্গায় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের আলোচনা সভা ও কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের উদ্যোগে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার  সন্ধ্যায় শহরে আয়োজিত সভায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের ক্রীড়া সংগঠকরা অংশ নেন।

               আলোচনা শেষে বৃহস্পতিবার কেন্দ্র থেকে ৩৩ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটি অনুমোদন হয়। কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলা কমিটির উপদেষ্টা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফকে মিষ্টিমুখ করান। এসময় তিনি নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।

               অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবগঠিত কমিটির উপদেষ্টা মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।

               নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রাফিতুল্লাহ মহলদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুস সালাম। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রউফুন নাহার রীনা, মির্জা ফরিদুল ইসলাম শিপলু ও সিরাজুল ইসলাম মনি। যুগ্ম সম্পাদক হয়েছেন মো. বিপুল হাসান হ্যাজি ও মো. শফিকুল ইসলাম পিটু। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. এসানুল হক সরাজ (আলমডাঙ্গা উপজেলা)।

               এ ছাড়া কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক ও সদস্যসহ বিভিন্ন পদে অন্তর্ভুক্ত হয়েছেন জেলার বিভিন্ন উপজেলার ক্রীড়া সংগঠকরা। এর মধ্যে রয়েছেন মো. সেলিমুল হাবিব সেলিম, মো. জুয়েল মাহমুদ, মো. শাহজাহান কবীর (জীবননগর পৌর), হামিদ উদ্দিন বাবু, সাইদুর রহমান লিপু (দামুড়হুদা), হাসানুজ্জামান হাসান, গোলাম শাহারিয়ার বিপ্লব, জাহেদ মোহাম্মদ রাজিব খান, মো. রায়হান উদ্দিন, সুজন মালিক, মতিউর রহমান মিশর, রিন্টু মহলদার, মো. আরিফুল ইসলাম (দামুড়হুদা), মীর উজ্জল (আলমডাঙ্গা পৌর), মোমিন মালিথা, আশিকুল হক শিপুল, শহীদ হাসান সজিব, মো. সাহাবুদ্দিন আহমেদ বুদ্দিন, আরিফ হোসেন শিল্পব, খন্দকার রিজন আহাম্মেদ, মুজতাহিদ আবির, মাজেদুর আলম মেহেদী, আফজালুর রহমান সবুজ (দামুড়হুদা), মো. সাইদুর রহমান (জীবননগর), সাংবাদিক হুসাইন মালিক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ক্রীড়া মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই জেলা পর্যায়ে ক্রীড়ার প্রসার ও খেলোয়াড় তৈরিতে সংগঠকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

               উল্লেখ্য, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের চুয়াডাঙ্গা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *