খাঁন অনু, ঝিনাইদহ অফিস
বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীদের ব্যাবহারিক কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাসে ১২শতাধিক বিভিন্ন ফলজ বৃক্ষের জার্মপ্লাজম সেন্টার স্থাপনকল্পে গাছের চারা রোপন করেছে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ বৃক্ষ রোপন কার্যক্রমের আয়োজন করা হয়। এসময় অনলাইনের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার পরিচালক (প্রশিক্ষণ উইং) বেলাল উদ্দিন। ঝিনাইদহ খামারবাড়ির উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ হাসান ওয়ারিসুল কবীরসহ শিক্ষক মন্ডলী ও বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত শির্ক্ষাথীদের উদ্দেশ্যে খামারবাড়ি ঝিনাইদহের উপ-পরিচালক বলেন, এ বৃক্ষ রোপন করার পর যেন তা বেড়ে ওঠে সে জন্য তোমরাই পরিচর্যা করবে যেমন আমাদের শিক্ষকগণ তোমাদের পরিচর্যা করি। আজকের এই বৃক্ষরোপন কার্যক্রমের মাধ্যমে শুধু ফলের চাহিদা মেটানো কিংবা শোভা বর্ধনই মূখ্য নয় এটির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও অক্সিজেনের উৎসও তৈরি করা যেন হয় সেটিই আমাদের লক্ষ্য।
একই সাথে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, এটি এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাইলফলক হয়ে থাকবে এবং আমাদের আগামী প্রযন্ম এসে আমাদের এ কাজে অনুপ্রাণিত হয়ে তারাও ভালো কিছু বয়ে আনবে সমাজে। এটি শুধু ব্যাবহারিক কার্যক্রম নয় এটি একটি ভালো মানুষিকতার পরিচয় বহন করে।
কার্যক্রমের এক পর্যায়ে অধ্যক্ষ ও উপ-পরিচালকের নেতৃত্বে একটি আঠা মুক্ত বারোমাসি কাঠালগাছ রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করেন। এরপর শিক্ষার্থীরাও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নারিকেল, সুপারি, তাল, মিষ্টি তেতুলসহ অর্ধশতাধিক জাতের ফলজ বৃক্ষ রোপন করে।