আলমডাঙ্গায় এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ক্যারিয়ার গাইডলাইন সামিট অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গার ভাংবাড়িয়া এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সামিট’২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ সামিটে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীরা শুধু আগামী দিনের স্বপ্ন নয়, তারাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্বের আসনে আসীন হবে। তবে দিকনির্দেশনা, প্রেরণা ও পরিকল্পনার অভাবে অনেকে মাঝপথেই লক্ষ্য হারিয়ে ফেলে। তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগ গ্রহণ করেছে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জীবনের লক্ষ্য নির্ধারণ, উচ্চশিক্ষার সঠিক পথচলা, প্রযুক্তি ও দক্ষতার বিকাশ, নৈতিকতা এবং উদ্যোক্তা মানসিকতা নিয়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা প্রদান করেন।

আলোচনার পাশাপাশি প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পান। বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী নুরুজ্জমান সজিব বলেন, “এই আয়োজন তাদের নতুন করে স্বপ্ন দেখতে এবং লক্ষ্য নির্ধারণ করতে অনুপ্রাণিত করেছে।

৯ম শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা বলেন, আমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি। আজকের সামিট আমাকে শিখিয়েছে কীভাবে পরিকল্পিতভাবে সেই লক্ষ্যে এগোতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, নিগারসিদ্দিকী ডিগ্রী কলেজের প্রভাষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খাইরুল ইসলাম, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি’র অঞ্চল ডিরেক্টর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মমতাজুর মুর্শিদ কলিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গার সভাপতি আল আমিন হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ২য় স্থান অধিকারী সাবেক শিক্ষার্থী হাসানুল ইখতিয়ার কিরণ, ফাউন্ডেশনের সহ-সভাপতি শাওন হোসেন রুমন, ইমরান হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ফাউন্ডেশনের শিক্ষা ও প্রচার সম্পাদক মর্তুজা আহমেদ, আরফিনসহ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, স্থানীয় অভিভাবক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবৃন্দ।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম জাহিদ হোসেন বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জীবন ও ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সহ-সভাপতি শাওন হোসেন বলেন, আমরা চাই শিক্ষার্থীরা শুধু শিক্ষিত নয়, বরং দক্ষ, নৈতিক ও নেতৃত্বগুণে সমৃদ্ধ নাগরিক হোক। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *