দর্শনা অফিস
দর্শনায় প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করলেন ইয়ুথ এ্যান্ড চাইলড সিকিউরিটি (ণঈঝ) ও আপডেট চুয়াডাঙ্গা টিম। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দর্শনা পৌরসভার বিশেষ শিক্ষা প্রতিবন্ধীদের বিদ্যালয় পরিদর্শন করেন ১০ সদস্যর একটি টিম। উক্ত পরিদর্শনে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন, দর্শনা পৌরসভা বিশেষ শিক্ষা প্রতিবন্ধীদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিনা আক্তার।
এসময় তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তারা দেশের সম্পদ। তারা বেড়ে ওঠার সকল সুযোগ সুবিধা পেলে প্রতিবন্ধী শিশুরাও দেশ ও সমাজের সম্পদে পরিণত হতে পারবে। তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের শিক্ষিত ও প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী দক্ষ করে গড়ে তুললে তারাও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
২০১৪ সালে একযোগে সারাদেশে প্রতিবন্ধীদের শিক্ষার আলোয় আলোকিত করতে সমাজসেবা অধিদপ্তর দ্বারা পরিচালিত বিশেষ শিক্ষা (প্রতিবন্ধী) বিদ্যালয় সারা দেশে প্রতিষ্ঠিত হয়। অতিথিদের আগমনে বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। এরপর অতিথিদয় ক্লাসরুমের কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেন। বিদ্যালয়ের বিভিন্ন অগ্রগতি, সুফল ও সমস্যার কথা শোনেন এবং বিদ্যালয়ের সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দর্শনা পৌর বিএনপি’র সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইয়ুথ এ্যান্ড চাইলড সিকিউরিটি (ণঈঝ) ও আপডেট চুয়াডাঙ্গা টিমের সাব্বির হাসান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদের।