স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলায় বোয়ালিয়া ও হিজলগাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। গতকাল রবিবার দুপুরে নিত্য প্রয়োজনীয় পণ্য, সার ও কীটনাশক তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক এবং ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় করার অপরাধে রফিকুল ইসলাম এর প্রতিষ্ঠান মেসার্স রফিকুল ট্রেডার্সকে ৪০ হাজার টাকা ও সেলিম উদ্দিন এর প্রতিষ্ঠান মেসার্স রহমান ট্রেডার্স কে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এই অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা কৃষি অফিসার আনিছুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।