মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রাম থেকে একটি পরিত্যক্ত ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। গতকাল রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়।
সিপিসি-৩, মেহেরপুর র্যাব-১২ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার উসমান গনি জানান, মেহেরপুর জেলার গাংনী থানাধীন মটমুড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে লোহার তৈরি একটি সচল অবৈধ ওয়ান শুটার গান এবং একটি গুলি উদ্ধার করা হয়। এছাড়াও তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।