মেহেরপুর অফিস
মেহেরপুর পল্লী বিদ্যুৎ এর খুঁটি গাড়িতে ওঠাতে গিয়ে গিয়াস উদ্দিন খন্দকার ইলু (৬৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টার সময় পল্লী বিদ্যুৎ সমিতির খুঁটির ডিপোতে কাজ করা অবস্থায় এ ঘটনা ঘটে। সে শহরের পুলিশ লাইন পাড়ার জামাল উদ্দিন খন্দকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতির খুঁটির ডিপোতে খুঁটি গাড়িতে উঠানোর সময় মৃত জামাল উদ্দিন খন্দকার এর বড় ছেলে গিয়াস উদ্দিন ইলু (৬৫) এর ঘাড়ে ও বুকে খুঁটি পড়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক সমঝোতায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।