জীবননগর অফিস
জীবননগরে কীটনাশক পান করে কামরুল ইসলাম(৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। কামরুল ইসলাম জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের মৃত নবীছদ্দিনের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে পাইলসে সমস্যায় ভুগছিলেন।শারিরীক অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে গত রোববার দুপুরে সবার অজান্তে নিজ বাড়িতে ঘাস পোড়া বিষ পান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তৎক্ষনাৎ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন থেকে পরের দিন সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানিয়েছেন, কামরুল ইসলাম পেশায় ছিলেন দিনমজুর। দীর্ঘদিন যাবৎ সে পাইলস রোগে আক্রান্ত ছিলো। শারিরীক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নেয় সে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, খবর শোনামাত্র জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় একই সাথে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এদিকে লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গায় প্রেরণ করা হবে এছাড়াও ঘটনাটি তদন্ত-পূর্বক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জীবননগরে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু



