আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় থানা পুলিশের বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা এলাকার স্টেশনপাড়ায় অভিযানে করে স্টেশনপাড়ার রশিদ উকিলের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. জামিরুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জামিরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে। গতকাল আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
আলমডাঙ্গায় টাপেন্টাডলসহ জামিরুল গ্রেফতার



