মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে গাংনী বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান।
অভিযানে, অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কমসেটিক্স বিক্রির দায়ে আকমল স্টোরের মালিক আসিফের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর দায়ের আমিন মিষ্টান্ন ভান্ডারের মালিক রাশেদুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এসএস ফার্মেসির মালিক মফিজুর রহমানের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় তিন প্রতিষ্ঠানের মালিককে দোষী সাব্যস্ত করে সর্বমোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক। অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর মশিয়ার রহমান, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা অংশ নেয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা



