মেহেরপুর অফিস
মহান বিজয় দিবসের গৌরবময় চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মেহেরপুরের গাংনীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা। গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টায় গাংনী উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সোনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, ভেটেনারি সার্জন আরিফুল ইসলাম, গাংনী থানা অফিসার ইনর্চাজ (ওসি) উত্তম কুমার দাস, আনসার ভিডিপি কর্মকর্তা সাঈদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান।
মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে বিলুপ্তপ্রায় দেশীয় পণ্য ও ঐতিহ্যবাহী কারুপণ্যের প্রদর্শনী স্থান পেয়েছে। মহান বিজয় দিবসের চেতনা ধারণ করে দেশীয় শিল্প ও সংস্কৃতির উন্নয়ন তুলে ধরাই এই মেলার মূল লক্ষ্য। তিন দিনব্যাপী এ বিজয় মেলায় মোট ১৮ টি স্টল ঠাঁই পেয়েছে। আগামী ১৭ ডিসেম্বর বিকাল পর্যন্ত এ মেলা চলবে।
গাংনীতে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন



