স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা বেকারি সংগঠনের নেতাকর্মীদের সাথে শ্রমিক দল নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের চুয়াডাঙ্গা জেলা ট্রাক ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ।
মতবিনিময় বিশেষ উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও চুয়াডাঙ্গা একাডেমির গভর্নিং বডির সভাপতি হাবিবুর রহমান সাদিদ। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন টোটন, কাকন, রেলওয়ে শ্রমিক নেতা শিমুল, বিএনপি কর্মী নাজমুল সহ জাতীয়তাবাদী জেলা শ্রমিক দলের নেতাকর্মীগণ। জাতীয়তাবাদী শ্রমিক দল নেতৃবৃন্দকে স্বাগত জানান চুয়াডাঙ্গা জেলা বেকারি সংগঠনের সভাপতি জুম্মা, সহ-সভাপতি মামুন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক ছিল, কোষাধক্ষ্য এমদাদুল হক (জ্যাকস), প্রচার সম্পাদক আশাবুল আলমসহ নেতৃবৃন্দ। মতবিনিময় সভাটির সার্বিক আয়োজন করেন জেলা বেকারি সংগঠনের সভাপতি জুম্মা।
চুয়াডাঙ্গা জেলা বেকারি সংগঠনের নেতাকর্মীদের সাথে শ্রমিক দল নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত



