চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে সাপ্তাহিক আসর অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯৬তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ।
সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন আব্বাস উদ্দিন, গুরু কাজল মল্লিক, মর্জিনা খাতুন, মোজাম্মেল হক, হাবিব বাবু,  মো: শহিদুল ইসলাম, লতিফা রহমান বনলতা, হুমায়ুন কবীর, মো: আবু নাসিফ খলিল, গোলাম কবীর মুকুল, শেখ সেলিম, ফুয়াদ আল মুকতাদির। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন হামিদুল হক মুন্সী, ইকবাল আতাহার তাজ, শেখ সেলিম, হুমায়ুন কবীর, গোলাম কবীর মুকুল ও আবু নাসিফ খলিল। আসরে উপস্থিত ছিলেন সুমন মালিক। পরিষদের সহ সভাপতি সরদার আলী হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তাঁর সুস্থতা কামনা করে দোয়ার  মোনাজাত করা হয়। পরিশেষে শেখ পিন্টু সম্পাদিত শব্দসারি পত্রিকার মোড়ক উন্মোচন করে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৯৬তম পর্বের সমাপ্তি ঘটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *