দর্শনা অফিস
দর্শনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ(৭৪)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দর্শনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজমপুর মহল্লার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৫ কন্যা সন্তান রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা বাজার মাঠে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এইচ. তাসফিকুর রহমানের উপস্থিতিতে একদল পুলিশ অফিসার ও ফোর্সের অংশগ্রহণে মরহুমকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে রাষ্ট্রের পক্ষ থেকে ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান দর্শন থানা মুক্তিযোদ্ধা কমান্ডার হাফিজুর আলম ও দর্শনা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক। পরে জানাজা নামাজ শেষে তাকে দর্শনা আজমপুর কবরস্থানে দাফন করা হয়।
দর্শনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন



