দর্শনা অফিস
বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশব্যাপী দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বাদ আছর দর্শনা পৌরসভার ৩নং ওয়ার্ডের আজমপুর মহল্লায় ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য এনামুল হক মুকুল, ইকবাল হোসেন, বিএনপি নেতা মোখলেছুর রহমান, সাবেক ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সলেমান মিয়া, আব্দুল্লাহ, মশিউর রহমান খান পলাশ, ছাত্রদল নেতা মো. রিয়েল ইসলাম লিয়নসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দর্শনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত



