স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। গতকাল শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সাধারণ সভায় অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রাসেল বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস দেশের অগ্রগতির প্রধান শত্রু। জনগণকে সঙ্গে নিয়ে এই অপশক্তিগুলোকে নির্মূল করাই আমার অঙ্গীকার। ন্যায়ুইনসাফের ভিত্তিতে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, সুযোগ পেলে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা এলাকায় দুর্নীতিমুক্ত প্রশাসন, টেকসই উন্নয়ন, কৃষি সহায়তা, মানসম্মত শিক্ষা ও তরুণদের কর্মসংস্থানে দৃশ্যমান পরিবর্তন আনবো।সভা শেষে সন্ধ্যায় ভাংবাড়ীয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে গণসংযোগ ও নতুন একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুব বিভাগ সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ কাইয়ুম উদ্দীন হিরক, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, গাংনী আসমানখালী সাংগঠনিক থানা আমীর আব্বাস উদ্দিন, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, কুমারী ইউনিয়ন আমীর আবু বকর সিদ্দিক, ইউনিয়ন সেক্রেটারি আলতাফ হোসেন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ ফরজ আলী, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি মাওলানা আকরাম হোসেন, ৮নং ওয়ার্ড সভাপতি মুরাদ আলী, ৫নং ওয়ার্ড সভাপতি রুহুল আমিনসহ অসংখ্য স্থানীয় নেতা-কর্মী।
আলমডাঙ্গায় জামায়াতের নির্বাচনী গণসংযোগ



