দর্শনা অফিস
দর্শনা কেরুজ লেডিস ক্লাবের আয়োজনে কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে একদিনব্যাপী বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন।
উৎসবে কেরুজ লেডিস ক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শীতের আমেজে দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠার সমাহার সাজানো হয়। ভাপা পিঠা, চিতই, ঝাল পিঠা, মালপোয়া, মালাই পিঠা, গোকুল পিঠা, লবঙ্গ লতিকা, গোলাপ ফুল পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, নকশি পিঠাসহ নানা রকমের বাহারি পিঠা দর্শনার্থীদের মন কাড়ে। পাশাপাশি আরও ছিল দুধরাজ, ফুলঝুরি, নারকেল জিলাপি, খেজুরের পিঠা, সেমাই পিঠাসহ অসংখ্য ঐতিহ্যবাহী স্বাদের আয়োজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের স্ত্রী সায়েরা রহমান খান, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানসহ কেরুর বিভিন্ন কর্মকর্তা ও তাদের পরিবার পরিজন।
কেরুজ লেডিস ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত



