স্টাফ রিপোর্টার
দামুড়হুদায় দিনব্যাপি মহিলা সমাবেশ, গণসংযোগ ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকার শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ রুহুল আমিন। সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা স্টেডিয়াম মাঠে উপজেলা আমীর নায়েব আলীর সভাপতিত্বে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন।
এসময় তিনি বরেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের সকল দখলদারিত্বের অবসান ঘটবে। মানুষের ওপর দীর্ঘদিন ধরে চলে আসা জুলুম নির্যাতনের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগ করে হয়রানির দিন শেষ হবে। যে কোনো ফৌজদারি অপরাধে অপরাধীকে আইনের আওতায় আনতে আমরা সহযোগিতা করব। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেফতার করা হলে তা বরদাস্ত করা হবে না।
এর পরে বিকাল ৪টা থেকে নতিপোতা ইউনিয়নে গণসংযোগ শুরু করেন। ইউনিয়ন আমীর ইসমাইল হোসেনের সভাপতিত্বে হেমায়েতপুর বাজারে গণসংযোগ এবং কালিয়াবকরী ৫ নং ওয়ার্ডে অফিস উদ্বোধন করেন। পরবর্তীতে নতিপোতা বাজার ও হোগলডাঙ্গা গ্রামে পথসভায় অংশ নেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের জেলা নায়েবে আমীর ও দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, উপজেলা আমীর মোঃ নায়েব আলী, উপজেলা নায়েবে আমীর মাওঃ আব্দুল গফুর, সেক্রেটারি আবেদুদ্দৌলা টিটোন, যুব বিভাগের সভাপতি হাফেজ মাওঃ আব্দুল খালেক। নতিপোতা ইউনিয়ন নায়েবে আমীর মঞ্জুরুল করিম লাভলু, সেক্রেটারি মোঃ রাশিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মিরাজুল ইসলাম, স্মার্ট সদস্য শাহাদাৎ হোসেন, শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল ওহাব, সেক্রেটারি সাইফুল ইসলাম, জামায়াত কর্মী সাদ্দাম হোসেন, তারিকুল, নাইমুর প্রমুখ।
দামুড়হুদায় দিনব্যাপি মহিলা সমাবেশ ও কুশল বিনিময়কালে রুহুল আমিন



