স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলার মাঠে স্বামীর মোটরসাইকেলের পিছন থেকে পড়ে গিয়ে বিউটি খাতুন (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে আলমডাঙ্গায় যাওয়ার পথে চিৎলার মাঠে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিউটি খাতুন দামুড়হুদা থানার নতিপোতা ইউনিয়নের ভগিরতপুর গ্রামের পুরাতন পাড়ার বাসিন্দা ও মোস্তাফিজুর রহমানের স্ত্রী।
জানা যায়, গতকাল সকালে নিহত বিউটি খাতুন তার স্বামী মোস্তাফিজুর রহমানের সাথে আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে আলমডাঙ্গা দূর্লভপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে চিৎলার মাঠ এলাকায় হটাৎ মোটরসাইকেল থেকে পড়ে মাথায় গুরুত্বর আঘান পান। পরে স্থানীয়রা তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন। স্বামী মোস্তাফিজুর রহমান বলেন, আমার স্ত্রীকে নিয়ে আমি আলমডাঙ্গার দুর্লভপুরে মরা বাড়ি যাচ্ছিলাম। হটাৎ পথের মধ্যে সে মোটরসাইকেল থেকে পড়ে যায়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, সকালে বিউটি খাতুন নামে একজন রোগী আসেন হাসাপাতালে, আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি তার শরীরের হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেছে। আমরা ধারনা করি তিনি মৃত। পরবর্তীতে ইসিজি করে আমরা নিশ্চিত হই তিনি মারা গেছেন।



