স্টাফ রিপোর্টার
জীবননগরে বিজিবি অভিযান চালিয়ে যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে। গত সোমবার পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
মহেশপুর-৫৮বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গত সোমবার রাত ১০টার দিকে
জীবননগর উপজেলার নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/৩-এস এর নিকট ঈশ্বরচন্দ্রপুর গ্রামে নায়েব সুবেদার মোঃ আবুল হাসান খাঁন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামীবিহীন ৬৫০ পিচ যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ১০টার দিকে জীবননগর রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৪/এম এর কাছে সিংনগর গ্রামে হাবিলদার মোঃ কামরুল হসান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় আসামীবিহীন ৭৬০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়।



