জীবননগর অফিস
জীবননগর উপজেলার সন্তোসপুর ইকোপার্কের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনে ডাকাতির ঘটনা ঘটছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪ টা থেকে ৫ টার মধ্যে এই ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা গাড়ীর চালকের হাতে আঘাত করে ৭/৮ জন যাত্রীদের কাছ থেকে ৩০/৪০ হাজার টাকা ও ৭/৮ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে জানা গেছে।
জানা গেছে, সন্তোসপুর টু আন্দুলবাড়িয়া সড়কে ইকো পার্কের সামনে গাছ ফেলে সড়ক অবরোধ করে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটিতে ডাকাতির ঘটনা ঘটে। আনুমানিক ৭/৮ জন ডাকাতদলের সদস্যরা সড়কের পাশে থাকা দুটি ছোট সাইজের গাছ কেটে রাস্তায় ওপর রেখে প্রথমে একটি পিকআপ গাড়ী গতিরোধ করে গাড়ির চালকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে পিকআপ গাড়ী ব্যবহার করে রাস্তায় ব্যারিকেড দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন(ঢাকা মেট্র্রো-ব ১৫-৫২৪১) গাড়ি দাড় করায়। এরপর ডাকাত দলের সদস্যরা দেশীয় চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে প্রথমে পরিবহনের চালক মো.ফয়সাল কে লাঠি দিয়ে হাতে আঘাত করে। পরে ডাকাত দলের সদস্যরা পরিবহন বাসে থাকা যাত্রীদের নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তারা গাড়ির দুটি সাইড গ্লাস ভাংচুর করে।
স্থানীয়রা জানায়, এই সড়কে গণডাকাতির নতুন কিছু নয়। একে তো নির্জন রাস্তা তারপরেও রাস্তার আশপাশে তেমন কোন বসতি না থাকায় ডাকাত দলের সদস্যরা ডাকাতি করে নির্বিঘ্নে মাঠ দিয়ে পালিয়ে যায়। সড়কে চলাচলকারী জনগনের দাবী আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অতিদ্রুত ডাকাত চক্রকে আটক করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক।
এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, ভোর চারটা পর্যন্ত জীবননগর থানা পুলিশ মহাসড়কে ডিউটি করেছে। এরপর ফজরে আযান দিলে তারা চলে আসে। আর এই সুযোগটাই হয়তো ডাকাত দলের সদস্যরা গ্রহণ করেছে। তাছাড়া আমরা এই সড়কে পুলিশিং টহল জোরদার করেছি। তারপরও এমন ঘটনা আমাদের জন্য উদ্বেগ জনক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।



