দামুড়হুদা সদর ইউপিতে হিসাব সহকারী যোগদান

দামুড়হুদা অফিস

দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে সাব্বির আহমেদ যোগদান করেছেন। উপজেলার সদরের গুরুত্বপূর্ণ এ ইউনিয়নটিতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ থাকলেও তা দীর্ঘদিন শূন্য ছিলেন। অবশেষে শূন্য পদটি পূরণ হাওয়ায় সেবার মান বৃদ্ধি পাবেন বলে প্রত্যাশা করছেন সেবা প্রত্যাশীরা।

জানা গেছে, মঙ্গলবার সকালে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদে যোগদান করেন সাব্বির আহমেদ। এর আগে তিনি উপজেলার নতিপোতা ইউনিয়নে একই পদে কর্মরত ছিলেন। নবাগত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সাব্বির আহমেদের যোগদান পত্র গ্রহণপূর্বক ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী ও প্রশাসনিক কর্মকর্তা নাইম উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন,দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরশেদ বীন ফয়সাল তানজির, সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ সহ ইউপি সদস্য ও গ্রামপুলিশ বৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *