স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রোয়াকুলি গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, বিশেষ অতিথি ছিলেন, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম, উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুলসহ দলীয় নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি মাসুদ পারভেজ রাসেল বলেন, স্বাধীনতার পর থেকে অনেক রাজনৈতিক দলকে ক্ষমতায় আসতে দেখেছি। কিন্তু দুঃখের বিষয়, কেউ জনগণের প্রকৃত আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গিয়ে তারা তা ভুলে যায়। আমি আপনাদের কাছে একবার সুযোগ চাই। আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে পরীক্ষা করে দেখুন। আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে ইনশাআল্লাহ এদেশের মানুষের দীর্ঘদিনের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে পারবো। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেবল রাজনীতি করতে আসেনি; আমরা জনগণের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই।
পথসভায় আরও উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মামুন রেজা, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, মসজিদ মিশন সভাপতি আব্দুল মান্নান, জেহালা ইউনিয়ন আমীর সহকারী অধ্যাপক হুমায়ুন কবির, ইউনিয়ন সেক্রেটারি তৌহিদুল ইসলাম মৃদুল, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, ও ছাত্রশিবিরের জেহালা ইউনিয়ন সভাপতি শ্রাবণ আহমেদ মুন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি আব্দুর রহমান। পথসভা শেষে মাসুদ পারভেজ রাসেল রোয়াকুলি ও গোড়চাপড়া গ্রামে গণসংযোগ করেন।



