খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা
চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাতে মেছোবিড়াল রক্ষার্থে ‘আরণ্যক ফাউন্ডেশন’-এর অর্থায়নে, এবং বন অধিদপ্তর ও প্রাণিবিদ্যা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এর সহযোগিতায়, জনসচেতন মূলক প্রচার, বিলবোর্ড স্থাপনসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পরিচালনা করছে পানকৌড়ি কনজারভেশন ক্লাব চুয়াডাঙ্গা ও জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা আলমডাঙ্গা। গতকাল সোমবার সকাল ১০টার সময় প্রচারণা কার্যক্রম চালানো হয়। এ সময় প্রচারণায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম।
তিনি বলেন- সুন্দর পৃথিবীকে আরও সুন্দর করে তোলার জন্য কিছু মানুষ নিরন্তর কাজ করে যাচ্ছেন। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বখতিয়ার হামিদ, সাকিল আহমেদ, মাহমদুল হাসান, আরাফাত রহমান নিবেদিত প্রাণ কার্যক্রমও অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন- আজ তাদের সাথে প্রচারণায় অংশগ্রহণ করতে পেরে আমি গভীর আত্মতৃপ্তি অনুভব করেছি।



