রাতে মাঠে গিয়ে আলোক ফাঁদ হাতে-কলমে শেখালেন কৃষি কর্মকর্তারা মাসুদুর রহমান সরকার

জীবননগর অফিস

জীবননগরে আমন ও হাইব্রিড (ধানিগোল্ড) ধানের খেতে পোকার আক্রমণ বেড়েছে। এ অবস্থায় কৃষকদের সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ করছেন কৃষি কর্মকর্তারা। তারা নিয়মিত মাঠে গিয়ে ‘আলোক ফাঁদ’ ব্যবহার করে পোকা শনাক্ত ও দমন পদ্ধতি হাতে-কলমে শেখাচ্ছেন কৃষকদের। এরই অংশ হিসেবে গতকাল সোমবার রাতে জীবননগর উপজেলার বাঁকা গ্রামের মাঠে আলোক ফাঁদ স্থাপন করে পোকার প্রতিরোধ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান সরকার।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পাভেল রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম, আমানুর রহমান প্রমুখ।

মাসুদুর রহমান সরকার বলেন, আলোক ফাঁদ ধানের পোকা দমনের একটি পরিবেশবান্ধব পদ্ধতি। এটি মূলত একটি পরিদর্শন যন্ত্র, যার মাধ্যমে সহজেই বোঝা যায় ফসলে কী ধরনের পোকা আক্রমণ করছে। ফসলের শত্রু ও মিত্র উভয় প্রকার পোকাই আলোতে আকৃষ্ট হয়। পরে পোকা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *