স্টাফ রিপোর্টার
পতাকা বৈঠকের মাধ্যমে ৬ বাংলাদেশীকে ফেরত দিলো বিএসএফ। গতকাল সোমবার মহেশপুর উপজেলার পৃথক দুই সীমান্ত দিয়ে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা বাংলাদেশীদের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছে।
৫৮বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকার বেলা ৩ টার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের সুন্দর বিএসএফ ক্যাম্প কমান্ডার পলিয়ানপুর বিওপি কমান্ডার’কে অবগত করেন যে, অবৈধভাবে ২ জন বাংলাদেশী নাগরিকদেরকে ভারত হতে বাংলাদেশে আগমনকালে বিএসএফ কর্তৃক আটক করা হয়েছে। বিএসএফ উক্ত বাংলাদেশীদেরকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করে। পরে বিজিবি উক্ত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হয়ে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ২ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
অপরদিকে গতকাল বেলা সাড়ে ৩টার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের সুন্দর বিএসএফ ক্যাম্প কমান্ডার বাঘাডাংগা বিওপি কমান্ডার’কে অবগত করেন যে, অবৈধভাবে ৪ জন বাংলাদেশী নাগরিকদেরকে ভারত হতে বাংলাদেশে আগমনকালে বিএসএফ কর্তৃক আটক করা হয়েছে। বিএসএফ উক্ত বাংলাদেশীদেরকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করে। পরে বিকালে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ওই ৪ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।