স্টাফ রিপোর্টার
রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের তিন মাস মেয়াদী এ্যাডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ১১ সদস্যসের কমিটিতে জেলা পরিষদের প্রশাসককে চেয়ারম্যান ও হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটিকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড.কবির মো.আশরাফ আলম এনডিসি স্বাক্ষরিত চেয়ারম্যানের অনুমোদনক্রমে ১১ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি ঘোষনা করা হয়েছে।
পদাধিকার বলে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসককে চেয়ারম্যান, অতিরিক্ত জেলা প্রশাসককে ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সাবেক সদস্য হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটিকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
এছাড়াও সদস্য মনোনীত হয়েছেন চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির আহবায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য খন্দকার আব্দুর জব্বার সোনা, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড.আসাদুজ্জামান আসাদ, ডা: ফকির মোহাম্মদ, দৈনিক সময়ের সমীকরন পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা দোকান মালিক সমিতির সদস্য সচিব সুমন পারভেজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু ও জেলা মহিলা দলের সভানেত্রী রাউফুন নাহার রীনা।