চুয়াডাঙ্গার নূরনগর কলোনিতে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফের উদ্যোগে নূরনগর কলোনি পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে দিনব্যাপী চুয়াডাঙ্গা নূরনগর কলনিপাড়া ধর্মতলার মোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এ ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে শতাধিক নারী- পুরুষকে ফ্রি মেডিকেল চেকআপ ও চেকআপ শেষে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হয়। ফ্রী- মেডিকেল ক্যাম্পিয়ের আয়োজন করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ বুদ্দীন।

বুদ্দিন বলেন, সাধারণ জনগণের স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষ থেকে  নুরনগর কলোনি পাড়ায়  এ ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়। “জনগণের সেবা শুধু প্রতিশ্রুতি নয়, আমাদের ঈমানি দায়িত্ব। ইনশাআল্লাহ সুযোগ পেলে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং এ ধরনের স্বাস্থ্য সেবা বিষয়ক  ক্যাম্পিং অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *