জীবননগর অফিস
অস্বছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগে জীবননগরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ৩মাস মেয়াদী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
বসুন্ধরা শুভসংঘের জীবননগর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শামসুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা দৈনিক কালের কন্ঠের জীবননগর প্রতিনিধি জহিরুল ইসলাম।
২০ জন অস্বছল নারীকে ৩মাস প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে।