স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে এক বাংলাদেশীকে ফেরত দিয়েছে (বিএসএফ)। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে ওই নারীকে বিজিবির হাতে হস্তান্তর করা হয়।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল শুক্রবার দুপুরে ভারতের ১৯৪ নং পিলারের কাছে বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ জোড়পাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার বাঘাডাংগা বিওপি কমান্ডার’কে অবগত করেন যে, অবৈধভাবে ভারতে বসবাসরত ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক বিএসএফ এর হাতে আটক রয়েছে। বিএসএফ উক্ত বাংলাদেশীকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করে।
বিজিবি উল্লেখিত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে বিকালে সীমান্তের শূন্য লাইন বরাবর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট থেকে গ্রহন করা হয়।