মেহেরপুর অফিস
মেহেরপুরে বাল্যবিবাহের অপরাধে বরকে সাত দিনের কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সদর উপজেলার নতুন মদনাডাঙ্গা গ্রামে বাল্যবিবাহ বন্ধ করে উপজেলা প্রশাসন। ১৪ বছরের কন্যার সাথে ১৯ বছরের ছেলের বিবাহ অনুষ্ঠান আয়োজন করে পরিবার।
গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে উপস্থিত হয়ে মুছলেকাপত্র গ্রহণ করা হয়। এ সময় বিয়ে করতে আসা ছেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। দণ্ডাদেশপ্রাপ্ত বর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের খোকসা গ্রামের রহিদুল শেখের ছেলে রাব্বি রাসেল।
এ সময় পাত্রপক্ষের অভিভাবক হিসেবে আসা পাত্রের দুলাভাই সজীব আলীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিয়ের পাত্রী ছিলো মদনাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাত্রীপক্ষের অভিভাবক এর কাছ থেকে ১৮ বছরের পূর্বে বিবাহ দিবেনা মর্মে মুছলেকাপত্র গ্রহণ করেন। অভিযানে মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও গ্রামপুলিশ, আনসার ব্যাটালিয়ন ও সদর থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।