জীবননগর অফিস
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবেকুপিয়ে ও গলাকেটে হত্যা এবং বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে পিটিয়ে ও ইট দিয়ে থেঁতলিয়ে আহত করার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আনোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। জীবননগর প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার বিকাল ৫টায় জীবননগর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জীবননগর বার্তার সম্পাদক ও দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার জীবননগর ব্যুরো প্রধান শামসুল আলম। সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোকছেদুর রহমান রিমন, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও উথলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান নয়ন, আরটিভির দুবাই প্রতিনিধি ও জীবননগরের সন্তান এসএম শাফায়েত উল্লাহ, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি ডিএম মতিয়ার রহমান।
একটি মারামারির ঘটনার ভিডিও ধারণ করায় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর জেলার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরের একটি চায়ের দোকানে প্রকাশ্যে নৃশংসভাবে চাপাতি দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। এ ঘটনার আগে বাংলাদেশের আলো পত্রিকার আনোয়ার হোসেনকে পিটিয়ে ও ইট দিয়ে থেঁতলিয়ে গুরতর আহত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মৃত্যু বরন করে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা বার বার হত্যা ও নির্যাতনের শিকার হলেও এসব ঘটনার সুষ্ঠু বিচার হয় না। যার ফলে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আমরা চাই সাংবাদিকদের সুরক্ষার জন্য একটি আইন তৈরি করা হোক। একই সাথে সাংবাদিক হত্যার সাথে জড়িতদের কঠিন বিচারের মুখোমুখি করা হোক। যাতে করে ভবিষ্যতে আর কেউ সাংবাদিক হত্যা ও নির্যাতনের মত জঘন্য কাজ করার সাহস না পায়।
এছাড়া জীবননগর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু সায়েম হত্যার বিচারে দোষীদের সর্বোচ্ছ শাস্তি দেওয়ার আহবান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক কামাল উদ্দিস যোয়াদ, শেখ শহীদ, রমজান আলী, আহমেদ সগীর, রাজেদুর ইসলাম, আজিজুর রহমান, আল আমিন মোল্লা, ফেরদৌস ওয়াহিদ, মোস্তাফিজুর রহমান, ওমর ফারুক, হাসান ইমাম, জাকির হোসেন লিটন, মনিরুজ্জামান রিপন, জাহিদুল ইসলাম কাজল প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন জীবননগর প্রেসক্লাবের সদস্য চাষী রমজান আলী।

অপরদিকে, গতকাল শুক্রবার বিকালে জীবননগর প্রেসক্লাবের আয়োজনে জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবুর সভাপতিত্বে জীবননগর শহরের মুক্ত মঞ্চের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মী ছাড়াও জেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকদের অভিযোগ হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের দেখা গেছে এবং পুলিশ ইতোমধো তাদের গ্রেফতার করেছে। দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারকৃত সন্ত্রাসীদের বিচার করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আজিজ, মাজেদুর রহমান লিটন, মুন্সী রায়হান, নারায়ন ভৌমিক, হুমায়ন কবির, মিঠুন মাহমুদ, আকিমুল ইসলাম, মুন্সি খোকন, মহিবুল ইসলাম মুকুল, জাহাঙ্গীর আলম, বশির উদ্দিন বিশ্বাস, আঃ করিম, তুহিনুজ্জামানসহ উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সেক্রেটার মাওলানা লুৎফর সরকার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সভাপতি মাওলানা আজিজুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সেক্রেটারি আবু সাইদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সাবিক পরিচালনা করেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।