চুয়াডাঙ্গায় বিএডিসি ডিলারদের মাধ্যমে ইউরিয়া ও আমদানিকৃত সার সরবরাহের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলা বিএডিসি বীজ ও সার ডিলার সমিতির পক্ষ থেকে গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরিদ হোসেন স্বাক্ষরিত এ স্মারকলিপি কৃষি উপদেষ্টার বরাবর প্রেরণ করা হয় জেলা প্রশাসকের মাধ্যমে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে চুয়াডাঙ্গা জেলার বিএডিসি ডিলাররা শুধুমাত্র টিএসপি, ডিএপি ও এমওপি সার অল্প পরিমাণে সরবরাহ পান, যা স্থানীয় কৃষকদের প্রয়োজন পূরণে মোটেও যথেষ্ট নয়। বিশেষ করে ইউরিয়া সার ডিলারদের মাধ্যমে না পাওয়ায় কৃষকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্মারকলিপিতে আরও বলা হয়, ইউরিয়া সার কৃষি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হলেও বর্তমানে তা বিএডিসি ডিলারদের মাধ্যমে সরবরাহ করা হয় না। ফলে কৃষকদেরকে অধিক মূল্যে ও দূরবর্তী বিসিআইসি ডিলারদের কাছ থেকে সার কিনতে হচ্ছে, যা আর্থিক ভাবে ক্ষতি হচ্ছে।

চুয়াডাঙ্গা বিএডিসি বীজ ও সার ডিলার সমিতি দাবি করে, ইউরিয়া ও আমদানিকৃত নন-ইউরিয়া সার বিএডিসি ডিলারদের মাধ্যমে সরবরাহের ব্যবস্থা গ্রহণ করলে কৃষকরা সহজেই, ন্যায্যমূল্যে সার সংগ্রহ করতে পারবেন। এতে কৃষিকাজের উৎপাদনশীলতা বাড়বে এবং সার সংকটও অনেকটাই কমে যাবে।

আবেদনটি গ্রহণ করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডিলার সমিতির সদস্য শাহিন বিশ্বাস, শাহাজাহান আলী এবং শরিফুল ইসলাম। এছাড়াও অনুলিপি প্রেরণ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অফিস চুয়াডাঙ্গা ও বিএডিসি সার বিভাগের মহাব্যবস্থাপক, ঢাকা বরাবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *