উথলী প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে জীবননগর উপজেলার উথলীতে বৃক্ষরোপণ কর্মসুচি পালন করেছে ছাত্রদলের নেতৃবৃন্দ। গতকাল বুধবার বিকালে উথলী ইউনিয়ন ছাত্রদলের আযোজনে উথলী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উথলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন হজরত, ইউনিয়ন কৃষকদলের নেতা নাজমুল হোসেনসহ অনেকে।
এসময় তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বুধবার বিকালে ছাত্রদলের উদ্যোগে আমরা উথলী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরে বেশকিছু ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেছি। চারাগুলোকে নিয়মিত পরিচর্যা করার মাধ্যমে আমরা বড় করে তুলব। পর্যায়ক্রমে আমরা উথলী ইউনিয়নের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব।