আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাষ্টারের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫টায় শহরের থানাপাড়ায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও আমেরিকা প্রবাসী এম এ মান্নান রতন জমিদার, বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের আহ্বায়ক খন্দকার শাহ আলম মন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক সাঈদ হিরন, চিকিৎসক ওমর আলী, মানবাধিকার সংস্থার উপজেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, ঐশিকা সংস্থার শাখা ব্যবস্থাপক জনি মিয়া, উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন মিয়া , রিমন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন, সার্জেন মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রতন জমিদার বলেন, বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় আবুল কাশেম স্যারের মতো মানুষ চিরতরে বিদায় নেওয়াটা এলাকাবাসীর জন্য অপূরণীয় ক্ষতি। কিন্তু নিয়তির কাছে আমরা সবাই বাঁধা। তাই এ ধরনের মানুষের চলে যাওয়ার পর তার আদর্শকে বুকে ধারণ করে, তার মতো সমাজসবায় আত্মনিয়োগ করতে হবে। তিনি এলাকার সাহিত্য সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখেছ গেছেন। আমাদেরকে অম্লান বদনে -সমাজ পরিবর্তনের জন্য এক যোগে কাজ করতে হবে। তার হাতে আমি অনেক পুরস্কার পেয়েছি, এখন আমি আমেরিকা প্রবাসী হলেও তার দেওয়া শিক্ষা আমার পথ চলার অনুপ্রেরণা।
প্রভাতের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক আশরাফুল কবির দুদুর সভাপতিত্বে, সাংবাদিক জাফর জুয়েল ও ফাহিম ফয়সালের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলমডাঙ্গা পৌর গোরস্থান মসজিদ মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর সম্মানিত খতিব মাওলানা ওমর আলী।